
দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বীরগঞ্জ পৌরসভা সভাকক্ষে বিশ্বব্যাংকের সহায়তায় এবং এলজিইডি বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট-এর আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দিপংকর বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডি সদর দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী আয়েশা নূরী।
কর্মশালায় বক্তারা জানান, এ প্রকল্পের মাধ্যমে সড়ক, ড্রেন, সড়কবাতি, বাজার, টয়লেট, ব্রিজ, সুপারমার্কেট, পৌরভবনসহ আধুনিক নাগরিক সুবিধার উন্নয়ন করা হবে। এতে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন। যার অর্ধেক নারী।
সভাপতির বক্তব্যে দিপংকর বর্মন বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে বীরগঞ্জ আধুনিক ও জলবায়ু সহনশীল পৌরসভা হিসেবে গড়ে উঠবে।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, টিএলসিসি সদস্য, বিশেষজ্ঞ, সুধীজন, শিক্ষক, কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।