ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মতলব দক্ষিণে জমি দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

মতলব দক্ষিণে জমি দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁদপুরের মতলব দক্ষিণে জমি দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুর ছাত্তার মিয়াজী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্ত্রী নার্গিস সুলতানা।

নার্গিস সুলতানা লিখিত বক্তব্যে জানান, তার স্বামী একজন নিরীহ মানুষ। গত আওয়ামী শাসনামলে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সমর্থক এবং মতলব দক্ষিণের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদলের ভাই মানিক দেওয়ানসহ তার সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বায়নাপত্রে স্বাক্ষর নিতে বাধ্য করে। পরে তিনি আদালতে মামলা দায়ের করলেও স্ট্যাম্প উদ্ধারে পুলিশ ব্যর্থ হয়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের পতনের পর মানিক গংরা এলাকা ছেড়ে পালালেও পরবর্তীতে হেলাল প্রধানের সহযোগিতায় ফের তাদের জমি দখলের চেষ্টা চালায়। এরই অংশ হিসেবে হেলাল গংরা সম্প্রতি বাড়িতে হামলা চালিয়ে গাছপালা কেটে নিয়ে যায়। এ ঘটনায় তারা চাঁদপুর আদালতে মামলা করেছেন, যা বর্তমানে চলমান।’

নার্গিস সুলতানা আরও বলেন, ‘গত দুই দিন ধরে আমাদের জায়গার গাছ কেটে ফেলা হচ্ছে। থানায় জানালেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। আমরা সাংবাদিকদের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, পরিবারের পক্ষ থেকে ভাগিনা অনিক পাটোয়ারী, বোন হালিমা বেগমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন,জমি দখলচেষ্টার অভিযোগ,মতলব দক্ষিণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত