ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুরে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের লক্ষ্যে জেলা প্রশাসককে স্মারকলিপি

দিনাজপুরে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের লক্ষ্যে জেলা প্রশাসককে স্মারকলিপি

সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব পালন ও যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণের বিষয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের মত দিনাজপুরেও এই স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ, রত্না মিত্র, সমাজকল্যাণ সম্পাদক ডাঃ খাদিজা নাহিদ ইভা ও প্রোগ্রাম এক্সিকিউটিভ নীপা শেঠ।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশ একটি সাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ হিসেবে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করে যা এর ঐতিহ্যের অংশ, যেখানে সবাই নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে থাকে। সার্বজনীন এ উৎসবে দেশের সর্বত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে থাকে। এ ধরনের বৃহৎ আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সাথে মতবিনিময়কালে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ সার্বজনীন এই শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পালনের ক্ষেত্রে বাংলাদেশের পুজা মন্ডপ, মন্দির ও এর আশপাশ এলাকায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল, নিয়ন্ত্রণকক্ষ ও পর্যাপ্ত জনবল মোতায়েনসহ সংখ্যালঘু সম্প্রদায়ের যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করি আপনার আন্তরিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সার্বজনীন এই উৎসবে সকল নাগরিক ধর্ম-বর্ণ নির্বিশেষে নির্বিঘ্নে এই শারদীয় দুর্গোৎসব উদযাপনে অংশ নিতে পারবেন এবং সুস্থ-সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে। বিকেলে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্গোৎসব,স্মারকলিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত