ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক

উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ধানকোড়া এবং হরগজ। পাঁচটি গ্রুপের এ খেলায় মোট ১০টি দল অংশগ্রহণ করবে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. মনোয়ার হোসেন মুল্লা।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য আফরোজা খান রিতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা মো. দেলোয়ার হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস খান মজলিস মাখন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক আমীর হামজাসহ আরও অনেকে। এসময় খেলা দেখতে মাঠের চারপাশে বিভিন্ন বয়সের শত শত মানুষের ভীড় জমে।

ফুটবল টুর্নামেন্ট,জেলা প্রশাসক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত