ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রীর নিহত, বাসে আগুন

মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রীর নিহত, বাসে আগুন

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরভি ইসলাম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার জেরে ঘাতক বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আরভি নামের ওই শিশু রাস্তার পাশ দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে বেতকাগামী বেতকা পরিবহনের যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় পিষে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

নিহত আরভি ইসলাম (৬) রান্ধুনি বাড়ি এলাকার আলমগীর শেখের মেয়ে। স্থানীয় সিকদারবাড়ি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়াশোনা করতো সে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর পৌনে ১টার দিকে খবর পেয়ে টংগিবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি আগুনে পুড়ে গেছে। তবে এতে কারও ক্ষয়ক্ষতি হয়নি।

টংগিবাড়ী থানার ওসি আরও বলেন, ঘাতক বাসের ড্রাইভার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। শিশুর মরদেহটি পরিবারের কাছেই রয়েছে।

বাসের ধাক্কা,নিহত,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত