ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক মন্ত্রী তোফায়েলের ভাতিজা ‘গডফাদার খ্যাত’ স্বপন গ্রেপ্তার

সাবেক মন্ত্রী তোফায়েলের ভাতিজা ‘গডফাদার খ্যাত’ স্বপন গ্রেপ্তার

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা, ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গডফাদার খ্যাত ইফতারুল হাসান স্বপন (৫৫) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার রাতে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় তার বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের ২০০৯ এর অধীনে শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের হয়েছিল। যার মামলা নম্বর ১৯।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী নেতার ভাতিজা হওয়ায় দীর্ঘ ১৭ বছরের শাসনামলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চড় দখল, জমি দখল, নদী দখল, মৎস্য ঘের দখল, টেন্ডারবাজী, চাঁদাবাজী, নারী নির্যাতন, হামলা মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে একটি প্রভাবশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন স্বপন।

৫ আগস্টের পরে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজছিল। অবশেষে আধুনিক প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ডিবির একটি চৌকস টিম সফল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।

স্বপন গ্রেপ্তার,‘গডফাদার খ্যাত’,তোফায়েলের ভাতিজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত