ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজারহাটে ওসি প্রত্যাহার, প্রতিবাদে সচেতন মহলের মানববন্ধন

রাজারহাটে ওসি প্রত্যাহার, প্রতিবাদে সচেতন মহলের মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম লিংকনকে পুলিশ লাইনে প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ট্রাফিক মোড় এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক সমিতির সভাপতি মকবুল হোসেন, জেলা এনসিপির সংগঠক মোজাম্মেল হক বাবু, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাশেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তোফয়েল ও পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রতন রায় প্রমুখ।

বক্তারা বলেন, ওসি নাজমুল আলমের নেতৃত্বে রাজারহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছিল। অথচ ষড়যন্ত্র করে রাতারাতি তাকে প্রত্যাহার করা হয়েছে। এতে উপজেলায় আইনশৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিক্ষুব্ধ স্থানীয়রা আরও বলেন, তিনি মানবিক পুলিশ হিসেবে রাজারহাটবাসীর হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন। তাই তাকে পুনরায় রাজারহাট থানায় ফিরিয়ে দেওয়ার জন্য কুড়িগ্রাম পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মানববন্ধন,সচেতন মহল,রাজারহাটে ওসি প্রত্যাহার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত