ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জকে হারিয়ে জয়পুরহাট জেলা মহিলা দলের জয়

নারায়ণগঞ্জকে হারিয়ে জয়পুরহাট জেলা মহিলা দলের জয়

ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে নারায়ণগঞ্জ জেলা মহিলা দলকে ২-০ গোলে পরাজিত করে মুন্নু স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট জেলা মহিলা দল।

শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী বি.কে.জি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বারাহী প্রগতি সংঘের আয়োজনে টানটান উত্তেজনার মধ্যে খেলা শুরু হলেও শেষ পর্যন্ত জয়পুরহাট জেলার খেলোয়াড়দের দক্ষতার কাছে হার মানে নারায়ণগঞ্জ।

ফাইনালে জাতীয় নারী ফুটবল দলের সদস্য মোসাম্মাত সিরাত জাহান স্বপ্নাসহ বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় অংশ নেন। খেলা উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে, যা প্রতিটি মুহূর্তকে আরও উপভোগ্য করে তোলে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা।

মহিলা দলের জয়,জয়পুরহাট জেলা,নারায়ণগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত