ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শার্শায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শার্শায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

যশোরের শার্শায় সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার উলাশী গিলাপোল এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় গিলাপোল এলাকার শতশত নারী-পুরুষ অংশ নেন।

সাংবাদিক মনি দীর্ঘদিন সাংবাদিক পেশার সঙ্গে জড়িত। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী সাংবাদিক মনি’র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার অবিলম্বে প্রত্যাহার, সুষ্ঠু তদন্ত এবং নিঃসন্দেহে মুক্তির দাবি জানান।

তারা জানান, একটি সাজানো ঘটনাকে মামলার আকারে রূপ দেওয়া হয়েছে এবং তাকে হয়রানি পূর্বক কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অন্যায়, মিথ্যা ও ভিত্তিহীন মামলা থেকে তার নিঃশর্ত মুক্তি দাবির গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বুধবার সাংবাদিক মনি’র বিরুদ্ধে একটি স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগে তার পরিবারকে দিয়ে মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হয়।

মানববন্ধন,মামলা প্রত্যাহারের দাবি,শার্শায় সাংবাদিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত