
রাজবাড়ীর কালুখালী উপজেলার নূর-নেছা স্কুল অ্যান্ড কলেজ বন্ধ করার ষড়যন্ত্র এবং অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী–কালুখালী সড়কে কলেজের সামনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নূর-নেছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমন, স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী শাহিদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র প্রবাসী স্থানীয় বাসিন্দা মো. আব্দুস সালাম ২০১৫ সালে তাঁর মা নূর-নেছার নামে স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠা করেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শুরু থেকেই তিনি প্রতিষ্ঠানের যাবতীয় খরচ বহন করলেও ২০২৪ সালের আগস্টে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সভাপতির পদ থেকে অব্যাহতি পান।
অভিযোগ করা হয়, অব্যাহতির পর থেকে আব্দুস সালাম এক শিক্ষক রিয়াজ এবং নাইটগার্ড ডাবুর প্ররোচনায় প্রতিষ্ঠানটিতে অনুদান দেওয়া বন্ধ করেন এবং অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনেন।
পাশাপাশি তিনি কলেজটি বন্ধ করে সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠার চেষ্টা করছেন বলে বক্তারা দাবি করেন। এর ফলে গত ১৩ মাস ধরে শিক্ষক-কর্মচারীরা বেতন পাচ্ছেন না, যা প্রতিষ্ঠানটিকে মারাত্মক সংকটে ফেলেছে।
মানববন্ধনে বক্তারা নূর-নেছা স্কুল অ্যান্ড কলেজ চালু রাখা, দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ এবং অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।
পাশাপাশি প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে যথাযথ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।