
ফরিদপুরের মধুখালীতে পানিতে ডুবে ইমামুল শেখ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের ইমামুলের বাবা সিঙ্গাপুর প্রবাসী মো. জামাল শেখ। শিশুটি স্থানীয় আর এম একাডেমির প্রে শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু ইমামুল তার বাবার বাড়ি কামালদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে বেড়াতে গিয়েছিল। সোমবার সকালে সে নানির বাড়ির পাশের একটি খাদে বর্শি দিয়ে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর বাড়ি ফিরে না আসায় আশপাশে খোঁজাখুঁজি করা হয়। পরে খাদ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।