
সাতক্ষীরার দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অনুমোদনবিহীন সার মজুদ ও বিক্রয়ের অভিযোগে এক ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযুক্তকে সতর্ক করা হয়েছে।
জানা গেছে, দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের হাদীপুর ক্লাব মোড় এলাকায় একটি দোকান থেকে অবৈধভাবে সার মজুদ ও বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের অভিযানে নিবন্ধন ছাড়া অনুমোদনবিহীনভাবে সার প্যাকেটজাতকরণ ও বিক্রয়ের অপরাধে দোকানের মালিক রমজান হোসেনকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর আওতায় ২,০০,০০০ টাকা জরিমানা করা হয়।
ইউএনও মিলন সাহা বলেন, এই ধরনের অবৈধ ব্যবসায়ীরা রাষ্ট্রের শত্রু। তারা সরকারকে ফাঁকি দিয়ে অবৈধ কার্যক্রম চালাচ্ছে, যা সরকারের পাশাপাশি কৃষিকাজে জড়িত সবার জন্য ক্ষতিকর।
তিনি আরও জানান, এই ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।