ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশ কর্মকর্তার ওপর হামলা

চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশ কর্মকর্তার ওপর হামলা

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় সদর সার্কেল অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর হামলা চালানো হয়েছে। আহত অবস্থায় তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আরশিনগরে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহত অবস্থায় শামিম আনোয়ারকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

শামিম আনোয়ার জানান, সকালে আরশিনগর এলাকায় তিনি দেখেন দুইজন লোক যানবাহন থেকে টাকা তুলছেন।

তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কীসের জন্য টাকা তোলা হচ্ছে এবং হাইকোর্টের নিষেধাজ্ঞা অনুযায়ী টাকা তুলা বন্ধ করার কথা স্মরণ করান। হঠাৎ ৩৫ থেকে ৪০ জন ব্যক্তি তার ওপর হামলা চালায়। তারা কিল-ঘুষি এবং লাঠি দিয়ে আঘাত করলে তিনি পড়েন এবং প্রায় ১০ থেকে ১৫ মিনিট জ্ঞান হারান।

পরে সঙ্গে থাকা পুলিশ সদস্য এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।

উল্লেখ্য, শামিম আনোয়ার কয়েকদিন আগে নরসিংদীর সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন এবং ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তার ওপর হামলার আশঙ্কার কথাও জানান।

হামলা,পুলিশ কর্মকর্তা,চাঁদাবাজির প্রতিবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত