
শেরপুরের নকলায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতাধীন ব্র্যাক একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সুধীজন ও অংশীজনের সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক শিক্ষা কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তার-এর সভাপতিত্বে আড়াই ঘন্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম, ব্র্যাকের শেরপুর জেলা সমন্বয়ক ফারহানা মিল্কীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য রাখেন।
অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে বক্তারা ব্র্যাক শিক্ষা কর্মসূচির গৃহীত কার্যক্রম সমূহের অগ্রযাত্রার পথকে সুগম করার লক্ষ্যে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন।
এসময় ব্র্যাক উপজেলা শাখার ব্যবস্থাপক, ব্র্যাক শিক্ষা কর্মসূচির উপজেলা সমন্বয়ক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় শিক্ষানুরাগী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।