ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ওসমানী বিমানবন্দরের রানওয়েতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ওসমানী বিমানবন্দরের রানওয়েতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন আহমদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে-১১ এলাকায় এ ঘটনা ঘটে।

সুমন আহমদ এয়ারপোর্ট থানাধীন লালবাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান বলে ধারণা সংশ্লিষ্টদের।

আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি সংরক্ষিত এলাকায় ওই যুবক কীভাবে প্রবেশ করলেন এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না।

পুলিশ জানিয়েছে, রাত ১০টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ের পশ্চিম পাশে বিদ্যুতের তারের সঙ্গে কোনো কিছু সংস্পর্শে আসার সংকেত পান। তখন সিসি ক্যামেরায়ও স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর ওই স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে বিমানবন্দর কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে গিয়ে এক যুবককে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে রাতেই লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বৈদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশও।

এ ব্যাপারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, আমাদের ধারণা তিনি চুরির উদ্দেশ্যেই রানওয়েতে প্রবেশ করেছিলেন। চুরির কিছু আলামতও মিলেছে। পুলিশ কাটার মেশিন উদ্ধার করেছে।

ওই যুবক কীভাবে রানওয়েতে প্রবেশ করলেন এ প্রশ্নে তিনি জানান, ওই সময়ে আমরা ফ্লাইট অপারেশনে ছিলাম। আমাদের রানওয়ের চারপাশে সীমানা দেওয়াল আছে। আমরা সারারাত টহলও দেই। বিমানবন্দরের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। ওই যুবক রানওয়েতে ঢুকতে পারেননি। রানওয়ের পাশেই ছিলেন। তবে সেখানে কীভাবে তিনি ঢুকে পড়লেন তা বোঝা যাচ্ছে না।

ওসমানী বিমানবন্দর,রানওয়ে,বিদ্যুৎস্পৃষ্ট,যুবকের মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত