ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা স্কুলের ১৫০ বছর পূর্তি

ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা স্কুলের ১৫০ বছর পূর্তি

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় দেড়শ বছর পূর্তি উদযাপন করবে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যসহ প্রায় দুই হাজার সাবেক শিক্ষার্থীর অংশগ্রহণের আশা করা হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন “এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ)” এই আয়োজন করছে।

অনুষ্ঠান আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৪ ডিসেম্বর শুধুমাত্র বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিদিন দিনভর নানা কার্যক্রমের আয়োজন থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শনিবার (১১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে একটি প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন আবেশের সভাপতি, বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন সাগীর আহমেদ।

উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইমাম শাহীন, খায়রুল ইসলাম শামীম, ম. মুমিনুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক ড. তৌফিকুল ইসলাম মিথিল ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজহার খান প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া ও সমগ্র জাতির শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে অসামান্য অবদান রেখে চলেছে। ১৫০ বছরের ইতিহাসে স্কুলটি দেশের রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনের অসংখ্য কৃতি ব্যক্তিত্ব উপহার দিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ইতিমধ্যেই ১৯৭১ সালের পরপর বিদ্যালয় থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের অনেককে রেজিস্ট্রেশন করা হয়েছে। দুই হাজারের বেশি সাবেক শিক্ষার্থী এ আয়োজনের অংশ নেবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

১৫০ বছর পূর্তি উপলক্ষে বিতর্ক উৎসব, কুইজ প্রতিযোগিতা এবং নানা সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন থাকছে।

১৫০ বছর পূর্তি,অন্নদা স্কুলে,ব্রাহ্মণবাড়িয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত