
যশোরে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এ বালিকাদের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঝিকরগাছার অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
রোববার (১২ অক্টোবর) সকালে শহরের বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট (ঈদগাহ) মাঠে জেলাভিত্তিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ২২ পয়েন্ট নিয়ে বিজয়ী হয় অমৃত বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা। অন্যদিকে ২০ পয়েন্ট অর্জন করে প্রতিযোগিতায় রানার্সআপ হয় যশোর সদরের আদর্শ বালিকা বিদ্যালয়। বাঘারপাড়া, মনিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা ও সদরের ৫টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এসময় বিজয়ী অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের খেলোয়াড়দের সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার ফারুক, সহকারী শিক্ষক মোসা. মুসলিমা খাতুন ও সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান।