
জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পি-আর) পদ্ধতি চালু, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মোটরসাইকেল র্যালি ও স্মারকলিপি পেশ করেছে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী।
রোববার (১২ অক্টোবর) দুপুরে শহরের টাউন ফুটবল মাঠ থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক জহিরুল ইসলামের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে মোটরসাইকলে র্যালি নিয়ে একইস্থানে গিয়ে কর্মসূচি শেষ হয়।