
নেত্রকোনার দুর্গাপুর সোমেশ্বরী নদী থেকে ভোরবেলা বস্তা ভর্তি অটোরিকশা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে চারটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ের সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের সাগরদিঘি, দাখিনাইল এবং দুর্গাপুর পৌরসদরের বিভিন্ন পয়েন্টে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চারটি অটোরিকশা বালুসহ জব্দ করা হয়।
এসময় জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
ভ্রাম্যমান আদালতের বিচারক, দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “ভোরবেলা উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অবস্থায় অটোরিকশায় বস্তা ভর্তি বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত অটোরিকশাগুলো হেফাজতে রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে। উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলন ঠেকাতে নানা ধরনের পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে। এ ব্যাপারে সকল সচেতন মহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দূর্গাপুর থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।