ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হবিগঞ্জে ৭১০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

হবিগঞ্জে ৭১০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজি (উফশী ও হাইব্রিড) গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও অড়হরের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি-২৫ মৌসুমে ৭১০ জন কৃষক-কৃষাণীর মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস।

বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

সময়মতো বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন কৃষক-কৃষাণিরা।

কৃষক,বীজ,সার বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত