ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আগামী দিনে তরুণদের ভোট দেওয়াতে যেন ভুল সিদ্ধান্ত না হয়: বুলু

আগামী দিনে তরুণদের ভোট দেওয়াতে যেন ভুল সিদ্ধান্ত না হয়: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু বলেছেন, গত ১৫ দেশের মানুষ ভোট দিতে পারে নাই, এখন ভোট দেওয়ার সেই সময় এসেছে, তাই আগামী দিনে তরুণদের ভোট দেওয়াতে যেন ভুল সিদ্ধান্ত না হয় ।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলার ঘোষকামতা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মিনিবার ফুটবল টুনামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোয়াখালীর নামে বিভাগের দাবির বিষয়ে বরকত উল্যাহ বুলু বলেন, নোয়াখালীর যোগ্যতা অনুসারে আগামী দিনে নোয়াখালীর নামে বিভাগ হবে। এ সময় অন্য জেলাকে নিয়ে কোন মন্তব্য না করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাখী, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সদস্য সচিব কুতুবউদ্দিন সানি, বেগমগঞ্জ উপজেলা আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, সাখায়েত উল্যাহ সাকু, নুরুল আমিন স্বপন চেয়ারম্যান, আহসান উল্যাহ, আনোয়ার হোসেন রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, রুস্তম আলী প্রমুখ।

তরুন,ভোট,সিদ্ধান্ত,বরকত উল্যাহ বুলু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত