ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাবনা-ঢাকা ট্রেন চলাচলের দাবিতে সংবাদ সম্মেলন

পাবনা-ঢাকা ট্রেন চলাচলের দাবিতে সংবাদ সম্মেলন

পাবনাবাসীর বহুল প্রত্যাশিত ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। এ সময় তারা দাবি আদায়ে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ঢাকা-পাবনা ট্রেন চলাচল নিয়ে তালবাহানা ও পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে একটি মহল—এমন অভিযোগ তোলা হয়।

সংগঠনের সভাপতি খান হাবিব মোস্তফা বলেন, শেকড় পাবনা ফাউন্ডেশনের ১৬ দফা দাবির মধ্যে ৪ দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু নিয়ে যদি টালবাহানা করা হয় বা পিছিয়ে দেওয়া হয়, তবে এর পরিণতি ভালো হবে না। ট্রেন সার্ভিস চালু নিয়ে নানা নাটক মঞ্চস্থ করা হচ্ছে এবং ভিতরে ভিতরে অনেক ষড়যন্ত্র চলছে।

তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের পর ট্রেন উদ্বোধনের কথা বলে কিছু প্রভাবশালী রাজনৈতিক মহল এখনই প্রকল্পটি চালু করতে নিরুৎসাহিত করছে। তবে পাবনাবাসী তাদের প্রাণের দাবিতে সোচ্চার হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করতে হবে, অন্যথায় দাবি আদায়ে পাবনার সর্বস্তরের মানুষ রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।

এছাড়াও সংবাদ সম্মেলনে পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শহরের আব্দুল হামিদ রোড হয়ে গাছপাড়া পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, খয়েরচরে ফেরিঘাট স্থানান্তর এবং ঈশ্বরদী বিমানবন্দর চালুসহ চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং শেকড় পাবনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মাসুদ খান, নির্বাহী সদস্য কামরুজ্জামান সোহেল, ইরফান কাদের চৌধুরী, তাজুল ইসলাম, ড. ওমর ফারুক প্রমুখ।

সংবাদ সম্মেলন,ট্রেন চলাচলের দাবি,পাবনা-ঢাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত