
ঈশ্বরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক প্রেরণাদায়ী যুব শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে শহরের আলহাজ মোড়স্থ দারুস সালাম ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, পাবনা জেলা আমির এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মো. বাকিবিল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, পাবনা জেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মো. আমিনুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলা আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ড. অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিক।
উপজেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারি সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আইন ও মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, পৌর যুব বিভাগের সেক্রেটারি মো. মারুফ হোসেন এবং বিভিন্ন ইউনিয়নের যুব বিভাগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “যুবকরাই জাতির আশার প্রদীপ। একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার যুব সমাজের আদর্শ, চরিত্র ও নৈতিকতার ওপর। আজকের তরুণ প্রজন্ম যদি আল্লাহভীতি, দেশপ্রেম ও মানবসেবার চেতনায় উজ্জীবিত হয়, তবে সেই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ের চরম চ্যালেঞ্জ হলো মূল্যবোধের অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে হলে আমাদের তরুণদেরকে ইসলামের আদর্শে শিক্ষিত হতে হবে। শিক্ষা শুধু তথ্য অর্জনের মাধ্যম নয়—এটি চরিত্র গঠনের পথ। যে তরুণ কুরআন-সুন্নাহর আলোকে নিজেকে গড়ে তোলে, সে-ই প্রকৃত অর্থে জাতির ভবিষ্যৎ নেতা।”
অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “ইসলামি আন্দোলনের কর্মীরা সমাজ পরিবর্তনের অগ্রসৈনিক। তারা শুধু একটি দল বা সংগঠনের প্রতিনিধি নয়—বরং তারা সত্য, ন্যায় ও মানবকল্যাণের প্রতিনিধি। এই আন্দোলনের মাধ্যমে আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে দুর্নীতি, অন্যায়, অবিচার ও বৈষম্যের স্থান থাকবে না; থাকবে শান্তি, ন্যায়বিচার ও পারস্পরিক সহযোগিতা।”
তিনি তরুণদের উদ্দেশে আহ্বান জানান, “নিজেদের সময়, মেধা ও শক্তিকে আল্লাহর পথে ব্যয় করো। জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বগুণ অর্জনের মাধ্যমে নিজেকে সমাজ ও দেশের সম্পদে পরিণত করো। তোমরাই একদিন এই জাতির হাল ধরবে—তাই এখন থেকেই দায়িত্ববোধ, সততা ও আত্মত্যাগের চর্চা করতে হবে।”
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই শিক্ষা বৈঠকে বক্তারা বলেন, “যুব সমাজই ইসলামী সমাজ বিনির্মাণের মূল চালিকা শক্তি। তাদের হাত ধরেই একদিন প্রতিষ্ঠিত হবে সত্য, ন্যায় ও কল্যাণভিত্তিক বাংলাদেশ।”