ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভূ-রাজনীতির কারণে বাংলাদেশ আজ কঠিন সংকটে: বুলু

ভূ-রাজনীতির কারণে বাংলাদেশ আজ কঠিন সংকটে: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলছেন, যারা পিআর পদ্ধতির নামে বিশৃংখলতা সৃষ্টি করে নির্বাচনকে ব্যাহত করতে চায় তারা কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।

তিনি আরও বলেন, ভূ-রাজনীতির কারণে বাংলাদেশ আজকে কঠিন সংকটে আছে এ দেশে যদি নির্বাচন না হয় তবে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম বন্দর এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না।

সোমবার (২০ অক্টোবর) দিনব্যাপী ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত বেগমগঞ্জ উপজেলার নয় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও নিহতদের কবর জেয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা এ গণঅভ্যুত্থানকে বিপ্লব বলে আরেকটি স্বাধীনতার ঘোষণা দিতে চায় তারা বাংলাদেশকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে ৭২ সংবিধানকে অস্বীকার করে তাদের বাংলাদেশের নাগরিক হওয়ার কোনো অধিকার নেই। যদি ২ হাজার লোককে হত্যা ও ২০ হাজার লোক আহত করার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয় তাহলে ৭১ সালে ৩০ লক্ষ লোককে শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম লুণ্ঠনের সহযোগিতার দায়ে তাদের এ দেশে রাজনীতি নিষিদ্ধ আগে করা উচিত।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাক্ষ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, মুক্তি যোদ্ধা আলী হোসেন, সাংবাদিক ফোরাম সভাপতি মানিক ভূঁইয়া আহসান উল্যাহ, মোজাম্মেল হোসেন নিটু, ফয়েজ মেম্বার, উপজেলা যুবদল সভাপতি রুস্তম আলী, মহিউদ্দিন রাজুসহ জেলা উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বরকত উল্যাহ বুলু দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আসিফ হোসেন, আহাদের কবর জিয়ারত করে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ পরিবারের স্বজনদের সাথে দেখা করেন এবং সার্বিক খোঁজ খবর নেন আর্থিক অনুদান সহায়তা করেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ভূ-রাজনীতি,বাংলাদেশ,সংকট,বুলু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত