ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব উত্তর

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব উত্তর

চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে এ খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণকারী ৮ উপজেলার মধ্যে ৬টি দলকে পরাজিত করে ফরিদগঞ্জ ও মতলবের ফাইনাল খেলায় শুরুতেই দেখা দেয় চরম উত্তেজনা।

মূল খেলায় কোনো গোল না হওয়ায় পরে খেলা টাইব্রেকারে গড়ায়। এতে মতলব উত্তর উপজেলা ফরিদগঞ্জ উপজেলাকে ৪-২ গোলে পরাজিত করে বিজয় অর্জন করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, আমি চাঁদপুর জেলায় এই ধরনের খেলাধুলার আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত।

সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, গ্যালারি ভরা এতো দর্শক আর মাঠে খেলার অনুপ্রেরণা জোগাতে সম্পূর্ণ কাজটাই করেছেন সাংবাদিকরা।

এছাড়াও আজকে বিজয় অর্জন করা মতলব উত্তর ও রানার্স আপ ফরিদগঞ্জ উপজেলার সকল খেলোয়ারকে ধন্যবাদ দেন তিনি। তাছাড়া খেলাধুলা শারীরিক, মানসিক ক্লান্তি দূর করে বলেও তিনি এর উপকারিতা সম্পর্কে ব্যাপক আলোচনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ উদ্দিন, ম্যাজিস্ট্রেটগণ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেন্টু কুমার বড়ুয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, অ্যাড. নূরুল আমিন খান আকাশ, বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোয়াড়, দশর্ক ও অভিভাবকরা।

জেলা প্রশাসক,গোল্ডকাপ ফুটবল,চ্যাম্পিয়ন,মতলব উত্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত