অনলাইন সংস্করণ
২১:২৮, ২৩ অক্টোবর, ২০২৫
সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, অতীত উসকানিমূলক পরিস্থিতি থাকলেও তারা এখনো বন্ধু। তিনি বলেন, “২০০১ সালে আমরা জামায়াত-বিএনপির বন্ধু ছিলাম, এখনো বন্ধু। বন্ধু বন্ধু ভোট করব—যে নির্বাচিত হবে, সেই রায় সবাই মেনে নেবে।”
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর তা’মীরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন বলেন, প্রফেসর ইউনূস সরকারের সময়ে দেশে নির্বাচনের পরিস্থিতি স্বচ্ছ ও সুষ্ঠু হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের কোনো প্রভাব নেই এবং সেই কারণে দেশের মানুষ প্রকৃতভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিকে স্বীকৃতি দেবে।
তিনি বলেন, “কে হবেন, কে হবেন না, আল্লাহ যার কপালে নির্ধারণ করে রেখেছেন সেই হবে।”
তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, “যারা আপনার নেতাদের ফাঁসি দিয়েছে, তারা আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মীর ওপরও নৃশংসতা চালিয়েছে। আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তা কোনোভাবে বাধা তৈরি করবে না।”
নবীনবরণ অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি আতাউর রহমান সুজনের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল্লা আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আবদুল আজিম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মনির আহ্মেদ, সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আমিরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।