
কৃষিতে বাদাম একটি লাভজনক ফসল। বাদাম চাষে কম ব্যয় সম্পন্ন হওয়ায় দিনে দিনে এর চাষাবাদ বেড়েই চলেছে। বাদামের কাঙ্ক্ষিত ফলন ও দাম ভাল পাওয়ার কারণে এ জেলার প্রান্তিক চাষীদের বাদাম চাষে আগ্রহ বাড়ছে।
মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, এ এলাকার জমি বাদাম চাষের উপযোগী হওয়ায় অন্যান্য ফসল চাষের চেয়ে বাদাম চাষ করে আমরা বেশ লাভবান হচ্ছি।
তিনি আরও বলেন, বাদাম চাষে বিঘা প্রতি খরচ হয় ৮ হাজার থেকে ১০ হাজার টাকা। বাদাম উৎপাদনে সময় লাগে চার মাস পর্যন্ত। প্রতি বিঘায় বাদাম পাওয়া যায় ৮ মণ থেকে ১০ মণ। এতে কৃষকেরা বেশ লাভবান হচ্ছেন। গত বছর বাদামের সর্বোচ্চ মূল্য ছিল ৩ হাজার থেকে ৩ হাজার ৫শত টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাদাম চাষে কৃষকের খরচ কম, ফলন ও দাম ভালো পাওয়ায় কৃষকের আগ্রহ বাড়ছে। এ জন্য বাদাম চাষের লক্ষ্যমাত্রা প্রতিবছর ছাড়িয়ে যাচ্ছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বাদাম চাষি কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ প্রদান করছেন।