ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইলিশ সংরক্ষণে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির নজিরবিহীন সাফল্য

ইলিশ সংরক্ষণে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির নজিরবিহীন সাফল্য

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণে টানা ২২ দিনের বিশেষ অভিযানে নজিরবিহীন সাফল্য দেখিয়েছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। নদীর বুকে শৃঙ্খলা ও প্রাণ ফেরাতে তারা যেন যুদ্ধ করেছে প্রতিটি ঢেউয়ের সঙ্গে।

অভিযান চলাকালে মোট ৮৪টি পৃথক অভিযান পরিচালনা করে ৫৫টি মামলায় ১৭৬ জন জেলেকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উদ্ধার ও জব্দ করা হয়েছে প্রায় ৪ কোটি ৫০ লাখ মিটার কারেন্ট জাল। এসব নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ৫১টি মাছ ধরার ট্রলারও জব্দ করেছে নৌ পুলিশ সদস্যরা।

নিষিদ্ধ সময়ে মা ইলিশ রক্ষায় নদীতে চোরাবালি তৈরি যারা করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দিতে রাতদিন নদীতে টহল, চেকপোস্ট ও কম্বিং অপারেশন চালানো হয়েছে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আলী জানান, জনস্বার্থে ও দেশের সম্পদ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। ইলিশ দেশের জাতীয় মাছ; এর প্রজনন রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মকে ইলিশের স্বাদ দিতে হলে এই অভিযানকে সফল করতে জনসচেতনতা এবং প্রশাসনের নজরদারি আরও জোরদার করতে হবে।

স্থানীয়রা জানান, অভিযানের ফলে নদীতে মা ইলিশের প্রজননে ইতিবাচক প্রভাব পড়বে। অবৈধ জালমুক্ত নদী শুধু ইলিশ নয়, সামগ্রিক মাছের বংশবৃদ্ধিতেও সহায়ক হবে। মতলব উত্তরের নদী এখন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। নৌ পুলিশের এই উদ্যোগ জাতীয় সম্পদ ইলিশকে আগামীর জন্য রক্ষা করবে, এমনই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

নজিরবিহীন সাফল্য,মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি,ইলিশ সংরক্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত