ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নৈশ প্রহরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় কুড়িগ্রামে বিক্ষোভ

নৈশ প্রহরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রাম সদর উপজেলার লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরি আনিছুর রহমান (৩৫) এর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সংশ্লিষ্ট এলাকার হাজারো বিক্ষুব্ধ জনগণ।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাকে সামনে রেখে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। এতে অংশ নেন নিহতের পরিবারসহ শত শত নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত আনিছুর রহমানের স্ত্রী আরফাতুন নাহার, নিহতের মা মোছা. রাহেলা বেগম, লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজিজুল হক, সহকর্মী শিক্ষক আব্দুস সামাদ মিয়া, ব্যবসায়ী রফিকুল ইসলাম, বজলু মিয়া, সুরুজ্জামানসহ অনেকে।

বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন, গত ২০ অক্টোবর স্কুলের নৈশ প্রহরি আনিছুর নিখোঁজ হয়। ২১ তারিখ তার মরদেহ পাওয়া যায় রংপুরে। তাকে পরিকল্পিতভাবে রংপুরে নিয়ে হত্যা করে, গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে নিহত আনিছুরের পরিবার ও এলাকাবাসীর দাবি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, তার স্বামীকে চলতি মাসের ২০ তারিখ রংপুরে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি তার স্বামীর হত্যার বিচার চায়। এই হত্যায় স্কুলের প্রধান শিক্ষক ও অফিস সহকারী জড়িত আছে বলেও নিহতের স্ত্রীর অভিযোগ।

তিনি এই হত্যাকাণ্ডে জড়িতদের তদন্ত সাপেক্ষে ফাঁসির দাবি জানান।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ জানান, ওই নৈশ প্রহরি রংপুরে মারা গেছে। তাই সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এর পরেও ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুড়িগ্রামে বিক্ষোভ,রহস্যজনক মৃত্যু,নৈশ প্রহরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত