ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় হাবিবা নুর রিয়ানা নামে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কের শিববাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার পিপড়ী গ্রামের হানিফ উদ্দিনের একমাত্র মেয়ে। তার বাবা হানিফ উদ্দিন ও মা রুপালী বেগম উভয়ই পেশায় শিক্ষক।

জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মা রুপালী বেগম মেয়েকে কোলে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদ্রাসায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যান গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে মা ও মেয়ে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈমা ইসলাম পিংকী শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় নিহত শিশুর বাবা হানিফ উদ্দিন বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে থানায় লিখিত প্রার্থনা করেছেন। পরে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

শেরপুর,নকলা,শিশু,নিহত,মৃত্যু,সড়ক দুর্ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত