
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জেলা প্রশাসনের অভিযানে একটি ড্রেজার মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর গেনা মার্কেট এলাকায় পদ্মার শাখা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. মো. মামুনুর রশিদ। অভিযানে সহায়তা করেন লক্ষ্মীকুন্ডা নৌ ফাঁড়ি ও রূপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. মো. মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কিছু অসাধু ব্যক্তি পদ্মার শাখা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি বাংলা ড্রেজার, একটি শ্যালো ইঞ্জিন, ৪০টি স্টিলের ড্রাম, ১২টি লোহার পাইপ ও ১৫টি প্লাস্টিক পাইপসহ বিপুল পরিমাণ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়।’
তিনি আরও বলেন, অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনে জড়িত কেউ ধরা না পড়লেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দ করা মালামালগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পরিবেশের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই পদ্মার বিভিন্ন অংশে প্রভাবশালী মহল অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। এতে নদীর তীর ভাঙনসহ কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা অব্যাহত অভিযান চালিয়ে এ ধরনের অবৈধ বালু ব্যবসা বন্ধের দাবি জানিয়েছেন।