ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পাটিবাঁধ, সংঘর্ষের আশঙ্কা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পাটিবাঁধ, সংঘর্ষের আশঙ্কা

আদালতের নির্দেশ অমান্য করে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের বন্নী নদীর তীরবর্তী কাউরার মাঠে অবৈধ পাটিবাঁধ দিয়ে মাছ ধরার হিড়িক চলছে। যে কোনো সময় উভয়পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার জানা যায়, ধলা গ্রামের মৃত আবদুল মজিদ খানের ছেলে মর্তুজ আলী খান ওরফে মহাজন কিশোরগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৪৫৯/২৫। চলতি মাসের ২২ তারিখে আদালত কর্তৃক নালিশি ভূমিতে উভয় পক্ষকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে আদালত কর্তৃক তাড়াইল থানাকে লিখিতভাবে সরেজমিনে বিষয়টি দেখভালের জন্য বলা হয়।

মামলার বাদী মর্তুজ আলী খান ওরফে মহাজন মামলায় উল্লেখ করেন, উত্তর ধলা গ্রামের কালা মিয়ার ছেলে আজিজুল (৪০), নজরুল ইসলাম (৪৫), পারস মিয়ার ছেলে ফেরদৌস মিয়া (৩৮), ফাইজুন মিয়া (২৫), আবদুস ছাত্তারের ছেলে হিমন মিয়া (২৪) ও সোহেল মিয়া — তারা খুবই দাঙ্গাবাজ, কলহপ্রিয় ও পরধনলোভী প্রকৃতির লোক। কাউরার মাঠ ও তার আশপাশে আমার নিজের ৪৭০ শতক (৪৭ কাটা) জমিতে কৃষি ও বিভিন্ন মৌসুমী ফসলাদি ফলিয়ে ভোগদখল করে আসছি।

তিনি আরও বলেন, বিবাদীপক্ষ আমাকে নিরীহ পেয়ে দীর্ঘদিন যাবত মামলা ও অবিচার করে আসছে। ইদানীং তারা সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে আমাকে উক্ত ভূমি থেকে জোরপূর্বক বেদখল করার জন্য গভীর ষড়যন্ত্র করছে। তাদের উক্ত ভূমিতে কোনো রকম স্বত্ব বা দখল নেই। তারা আমাকে উক্ত ভূমি থেকে বেদখল করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে এবং অনধিকার প্রবেশ করে পাটিবাঁধ দিয়ে মাছ আহরণ করেই চলছে।

বিবাদীগণ আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আরও বলে, যেকোনোভাবেই হোক আমার স্বত্ব দখলীয় ভূমি তারা জোরপূর্বক দখল করে নেবে।

মামলার বিবাদী আজিজুল, নজরুল ইসলাম, ফেরদৌস মিয়া, ফাইজুন মিয়া, হিমন মিয়া ও সোহেল মিয়া বলেন, আমরা যে সমস্ত জমিতে পাটিবাঁধ দিয়ে মাছ ধরছি, ঐ জমিতে মর্তুজ আলী খান ওরফে মহাজনের কোনো জমি নেই। জমি থাকলেও আমরা তা জানি না।

পাটিবাঁধ দেওয়াটা অবৈধ স্বীকার করে তারা আরও বলেন, জমির মালিকদের টাকা দিয়ে আমরা পাটিবাঁধ দিয়ে মাছ ধরছি।

তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সাব্বির রহমান বলেন, ইতিমধ্যে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে।

সংঘর্ষের আশঙ্কা,অবৈধ পাটিবাঁধ,আদালতের নিষেধাজ্ঞা অমান্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত