ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মসজিদের সম্পত্তি দখল ও ভুয়া দলিল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মসজিদের সম্পত্তি দখল ও ভুয়া দলিল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

নোয়াখালীর সোনাইমুড়ি রেলওয়ে স্টেশন জামে মসজিদের সম্পত্তি অবৈধভাবে দখল ও ভুয়া দলিলের মাধ্যমে আত্মসাতের অভিযোগ তুলে দলিল বাতিল ও দখলমুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সোনাইমুড়ি পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন, সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর সামছুল আরেফিন জাফরসহ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, সোনাইমুড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন জামে মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা মোখলেছুর রহমানের ছেলে নোটারি পাবলিকের মাধ্যমে সাড়ে একষট্টি শতাংশ জমি ওয়াকফ করে দেন। কিন্তু তার ওয়ারিশগণ বর্তমানে ওই জায়গার ত্রিশ শতাংশ সম্পত্তি দখল করে রেখেছেন।

এছাড়াও পুকুর ও পুকুরের মাছ লুট করে নিয়েছেন তারা। এখন সেই পুকুর তারা প্রভাব খাটিয়ে ভরাট করে ফেলেছে। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে মসজিদের সম্পত্তি অবৈধভাবে নিজেদের নামে নেওয়ার পাঁয়তারা করছে।

তারা আরও অভিযোগ করেন, ধর্মীয় প্রতিষ্ঠানটির সম্পত্তি দখলের এই অপচেষ্টা রোধে প্রশাসনের নীরব ভূমিকা মুসল্লিদের হতাশ করেছে।

বক্তারা বলেন, মসজিদের জমি রক্ষায় দ্রুত প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া না হলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে এবং এলাকায় অস্থিরতা সৃষ্টি হতে পারে।

বক্তারা অবিলম্বে ভুয়া দলিল বাতিল, দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মসজিদের সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলন,ভুয়া দলিল বাতিলের দাবি,মসজিদের সম্পত্তি দখল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত