
চাঁপাইনবাবগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ ত্বরান্বিত করতে প্রশাসন ও গণমাধ্যমকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মান।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
নবাগত জেলা প্রশাসক তার বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জকে ‘একটি সম্ভাবনাময় জেলা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে গঠনমূলক ভূমিকা রাখেন, তবে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
সভায় উপস্থিত সাংবাদিক প্রতিনিধিরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ বিষয়, যেমন: উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা, সামাজিক সমস্যার প্রতিকার, এবং বিভিন্ন দপ্তরে গণসেবার মানোন্নয়ন নিয়ে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সাংবাদিকদের সকল বক্তব্য শোনেন এবং সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের শক্তি জোগাবে। উন্নয়নের যে গতিশীলতা আছে, তা রক্ষা করতে হলে সবাইকে একসঙ্গে টিম হিসেবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানসহ অন্যরা।