
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান ও সফল সমবায়ী নুর আলম সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠান শেষে তিনটি সফল সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়।