ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন

পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন

পাবনা জেলায় ত্রুতিপূর্ণ প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরা।

রোববার (২ নভেম্বরর) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা মানবাধিকার ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিক হাবিব, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সিনিয়র সহ-সভাপতি মুস্তাকিম সবুজসহ অনেকে।

বক্তারা বলেন, জেলার সকল প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। পূর্বের পোস্টপেইড মিটার ব্যবস্থা ফিরে যাওয়ার সুযোগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা।

ভুক্তভোগী প্রিপেইড মিটার ব্যবহারকারীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে তারা জেলা প্রাশসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

পাবনা,প্রিপেইড মিটার,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত