
শেরপুরের নকলায় ১নং ডিজিটাল গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অফিস ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান (৫৯)-কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রকোনা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মোখলেছুর রহমান ৯নং চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রকোনা বাজার থেকে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে রোববার দুপুরের দিকে তাকে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, উপজেলার গণপদ্দী ইউনিয়নের পশ্চিম চিথলিয়া গ্রামে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় জড়িত সন্দেহে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার দুপুরের দিকে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞবিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।