
রাজস্ব ফাঁকির অভিযোগে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে মানিকগঞ্জ ডিভিশনের কাস্টমস কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড এলাকার সাবেক মেম্বার আব্দুর রশিদের (বদু) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৪ লাখ ৭০ হাজার শলাকা পূর্বানি, টাইম চেঞ্জ ও সিজার ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই অবৈধ উপায়ে সিগারেট বাণিজ্য করে আসছেন বদু মেম্বার। দুই মাস আগেও তার বাড়ি থেকে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছিল।
মানিকগঞ্জ ডিভিশনের রাজস্ব কর্মকর্তা মো. ছাদেকুর রহমান জানান, বৈধ মূসক (ভ্যাট) না থাকায় পূর্বানি, টাইম চেঞ্জ ও সিজার ব্র্যান্ডের সিগারেটগুলো জব্দ করা হয়েছে।