ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাটুরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‍্যালি ও পথসভা

সাটুরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‍্যালি ও পথসভা

‎মানিকগঞ্জের সাটুরিয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলা বিএনপি। র‌্যালিটি সাটুরিয়া বাস স্ট্যান্ড থেকে বাজারের ভেতর দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া ধান হাটা (বটতলা) এলাকায় এসে শেষ হয়।

‎সাটুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন ও সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার।

‎এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা, যুগ্ম আহ্বায়ক বসির, মেহেদী হাসান আরিফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহসিনুউজ্জামান মহসিন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সাটুরিয়া উপজেলা কৃষকদলের সভাপতি মো. বরকত মল্লিকসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সাটুরিয়া,জাতীয় বিপ্লব ও সংহতি দিবস,র‍্যালি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত