
স্বৈরাচারী হাসিনার আমলে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষ্যে নরসিংদীর কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠ জেলা বিএনপির উদ্যোগে র্যালী ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এর পরে কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়।
খায়রুল কবির খোকন বলেন, ‘খুনি শেখ হাসিনার সরকার বিগত সময়ে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারেক রহমান ও খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করেছে। কিন্তু এদেশের জনগণ বিএনপির সাথে ছিলো বলে তারা পারে নাই।’
তিনি আরো বলেন, ‘শুধু বিএনপি করায় আমাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে, শতাধিক মামলা দেওয়া হয়েছে। ১৬ বছরে আড়াই বছরের বেশি সময় জেল খাটতে হয়েছে। নেতাকর্মীরা কেউ শান্তিতে ঘরে থাকতে পারে নাই। সেই মামলা হামলার ভয়ে আমরা দল ছাড়ি নাই। জীবন বাজি রেখে শেখ হাসিনার পতন ঘটিয়ে মুক্ত বাংলাদেশ সৃষ্টি করা হয়েছে।’