ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে নতুন পথে যাত্রা করে বাংলাদেশ’

‘সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে নতুন পথে যাত্রা করে বাংলাদেশ’

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বেগম রুমানা মাহমুদ বলেছেন, সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুন পথে যাত্রা করে। ঐতিহাসিক ৭ নভেম্বর, সিপাহী-জনতার বিপ্লবের দিন। এই বিপ্লবের মাধ্যমে চরম বিশৃঙ্খল ও অনিশ্চিত অবস্থা থেকে বাংলাদেশের নতুন পথে যাত্রা শুরু হয়।

শুক্রবার রাতে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ওইদিন ভোর থেকেই সারাদেশের শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জের পথ ঘাটে নেমে এলো হাজারো মানুষ। রেডিওতে ফের শোনা গেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠস্বর, ‘আমি জিয়া বলছি’। ফিরে এলো ২৬ মার্চের স্মৃতি। পথে পথে শুরু হল বিপ্লব আর বিজয় উল্লাসের মিছিল। ১৯৭৫- এর ৭ নভেম্বরের পরে শুরু হয় আত্মমর্যাদাশীল স্বকীয় বাংলাদেশি সংস্কৃতির বিকাশ ও স্বাধীন বাংলাদেশি জাতিসত্তার নতুন যাত্রা। আর এই নতুন সূর্যোদয়ের নতুন নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নভেম্বরের পটপরিবর্তনের পর প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শক্তিশালী সত্তা হিসেবে রূপ লাভ করে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানের পরিচালনায় এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মজিবর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, আনিসুজ্জামান পাপ্পু, আবদুল কাদের, রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, বিএনপি নেতা আবু সাইদ সুইট, মুন্সি জাহিদ আলম, সাব্বির হোসেন ভুঁইয়া সাফী, রফিকুল ইসলাম সরকার প্রমুখ।

সিপাহী-জনতার বিপ্লব,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত