ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশের নারী ভোটাররা যাদের ভোট দেবে তারাই জিতবে: বুলু

বাংলাদেশের নারী ভোটাররা যাদের ভোট দেবে তারাই জিতবে: বুলু

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে ভোট দিন। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সবার স্বার্থে, উন্নয়নের স্বার্থে ধানের শীর্ষকে ভোট দিন।

তিনি বলেন, বাংলাদেশে একান্ন পারসেন্ট নারী ভোটার তারা যেই দিকে ভোট দেবে তারাই জিতবে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে নারী নিয়ে উঠান বৈঠক উপলক্ষ্যে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিয়াউর রহমানের মার্কা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে দলের পক্ষে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

ইউনিয়ন বিএনপির নেতা ওমর ফারুকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাখী, উপজেলা কামাক্ষ্যা চন্দ্র দাস, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মহসিন আলম, নাজমুল গনি মান্না, ইউনিয়ন বিএনপি নেতা হারুন রশিদ, মহিন উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, ওমর ফারুক সহ অনেকেই।

বাংলাদেশ,নারী ভোটার,ভোট,বুলু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত