ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুর্গাপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

দুর্গাপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ায় আসন্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক বৈঠকে সদস্যদের কণ্ঠভোটে নির্বাচিত হয়েছে এ কমিটি।

কমিটিতে দুর্গাপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও সংগঠক সজীম শাইনকে আহ্বায়ক, সাংবাদিক মামুন রণবীরকে সদস্য সচিব এবং সাংবাদিক ইয়াসিন মিয়াকে সদস্য মনোনীত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এবং সঞ্চালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রাজেশ গৌড়। এ সময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সহ-সভাপতি মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা, কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব, দপ্তর সম্পাদক নূর আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদনানুর রহমান এবং সদস্য সৈকত সরকার প্রমুখ।

গঠনতন্ত্র মোতাবেক নবগঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৯০ দিনের মধ্যে দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচনের ব্যবস্থা করবে।

কমিটি গঠন,সাংবাদিক সমিতি,দুর্গাপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত