ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘চাঁদাবাজ ও মাদক কারবারীর ঠিকানা এ অঞ্চলে হবে না’

‘চাঁদাবাজ ও মাদক কারবারীর ঠিকানা এ অঞ্চলে হবে না’

নোয়াখালী-০৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ফখরুল ইসলাম বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলাকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করবেন। কোন চাঁদাবাজ ও মাদক কারবারীর ঠিকানা এ অঞ্চলে হবে না। মাদক সন্ত্রাস নির্মূলে বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষে ভোট দিন।”

নোয়াখালীর কবিরহাট উপজেলা বিএনপির উদ্যোগে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফখরুল ইসলামের সমর্থনে একটি নির্বাচনী মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোববার সন্ধ্যায় সমাবেশ-পূর্ব মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা আগামী নির্বাচনে বিএনপিকে আরও শক্তিশালী করতে এবং জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ফখরুল ইসলামের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপির সদস্য সচিব মো. কামাল হোসেন, কবিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ফখরুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নোয়াখালী-০৫ আসন গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করেন।

মাদক কারবারীর ঠিকানা,চাঁদাবাজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত