
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক খামারি নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড় আজলদী নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এখলাস উদ্দিন (২২) উপজেলার বড় আজলদী গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। তিনি খামারের পাশাপাশি মুরগির খাবারের ব্যবসা করতেন।
স্বজনরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে মুরগির খামারে কাজ করছিলেন এখলাস উদ্দিন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের খোলা তারে হাত দেন। সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
স্বজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আলমগীর হোসেন বলেন, দুপুর পৌনে ১টার দিকে এখলাস উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার হাতে বিদ্যুৎস্পৃষ্টের আলামত পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।