ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পরকীয়া প্রেমিকাকে বাড়িতে থাকতে না দেওয়ায় নিজ ঘরে আগুন

পরকীয়া প্রেমিকাকে বাড়িতে থাকতে না দেওয়ায় নিজ ঘরে আগুন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে বাড়িতে থাকতে না দেওয়ায় নিজ বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর ঘোড়ামারা গ্রামে ওমর ফারুক খবিরের বাড়িতে এই রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফার্নিচারসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

ওমর ফারুকের সাবেক স্ত্রী সোনিয়া বেগম অভিযোগ করে বলেন, কয়েক মাস আগে তার স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি একটি মেয়েকে বিয়ে না করেই এই বাড়িতে নিয়ে এসে থাকতে চেয়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। পরে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা হলেও তার স্বামী সেই মেয়েকে অন্য এলাকায় নিয়ে গিয়ে বিয়ে করেন এবং এই বাড়ি থেকে চলে যান। কিছুদিন পর তাকে ডিভোর্স লেটারও পাঠিয়ে দেন।

তিন সন্তানের জননী সোনিয়া বেগম আরও বলেন, তার স্বামী তাকে সন্তানদের নিয়ে সুখে থাকতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তাকে আগুনে পুড়িয়ে মারবেন। ভাগ্যক্রমে সেদিন রাতে তিনি বোনের বাড়িতে থাকায় প্রাণে বেঁচে গেছেন।

স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত হওয়ার পর মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তারা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, বর্তমানে আমরা যতটুকু জানতে পেরেছি, পরকীয়া প্রেমিকাকে নিয়ে এই বাড়িতে থাকতে না পারার ক্ষোভে নিজেই নিজ বসত ঘরে আগুন লাগিয়েছে বলে জানতে পেরেছি। তবে তদন্ত সাপেক্ষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় ভুক্তভোগী সোনিয়া বেগম আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

নিজ ঘরে আগুন,পরকীয়া প্রেমিকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত