
মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজার সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রায়হান খান (২২) চরডুমুরিয়া খানবাড়ির রুস্তম খানের পুত্র।
সোমবার সকালে স্থানীয় আধিপত্যের জেরে ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান পক্ষের জিন্নত মীর, হোসেন মীরদের সাথে ফ্রান্স প্রবাসী, বিএনপি নেতা আব্দুর রহিম মোল্লা পক্ষের আরিফ মীরদের দ্বন্দ্ব বাঁধে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে আরিফ মীর (৩৮) নিহত হন। এসময় ইমরান, রায়হানসহ গুলিবিদ্ধ হন আরও একাধিক ব্যক্তি।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
জানতে চাইলে তিনি আরও জানান, গতকাল একজন নিহতের ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ হয়নি।