ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জে গাছ কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকের নাম ইসরাফিল। বুধবার সকাল আটটার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইসরাফিল পানাম এলাকায় গাছ কাটার কাজ করছিলেন।

গাছটি কাটার পর গাছের গুঁড়ি তিনি গাড়িতে তোলার উদ্দেশ্যে কাঁধে নিয়ে হাঁটছিলেন। গাছের অতিরিক্ত ভার সইতে না পেরে ইসরাফিল আকস্মিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী সরকার তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই শ্রমিক ইসরাফিলের মৃত্যু হয়েছে।

নিহত ইসরাফিলের গ্রামের বাড়ি বরিশালের পিরোজপুর জেলায়।

মুন্সীগঞ্জ সদরের আব্দুল্লাহপুর এলাকায় ভাড়া থেকে তিনি জীবিকার তাগিদে গাছ কাটার কাজ করতেন।

শ্রমিকের মৃত্যু,গাছ কাটতে গিয়ে,মুন্সীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত