ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডোমারে ১৫৭০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ডোমারে ১৫৭০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নীলফামারীর ডোমারে চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, গম, সয়াবিন ও শীতকালীন পেয়াঁজ উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীজ ও সার বিতরণের আয়োজন করেন।

উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।

কৃষি কর্মকর্তা কৃষিবীদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদুল হক ও বিআরডিপি কর্মকর্তা আবু রাহাত সোহেল।

বিতরণের আওতায় ৬৮০ জন গম চাষী প্রতি বিঘায় ২০ কেজি গমবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।

৮১০ জন সরিষা চাষী প্রতি বিঘার জন্য এক কেজি সরিষাবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। ৫০ জন সয়াবিন চাষী প্রতি বিঘার জন্য ৮ কেজি সয়াবিন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। ৩০ জন পেয়াজ চাষী প্রতি বিঘার জন্য এক কেজি পিয়াজবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।

বীজ ও সার বিতরণ,১৫৭০ কৃষক,ডোমার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত