
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫, হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হককে ধানের শীষ প্রতীকে মনোনীত হওয়ার পর হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি হিসেবে অভ্যর্থনা জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড চৌরাস্তা চত্ত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, ‘আমাকে ধানের শীষের প্রার্থী করা মানে জনগণের সেবক হিসেবে দায়িত্ব অর্পণ করা। আমি জনগণের ভোটে নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি অঞ্চলের মানুষের উন্নয়ন, ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নিজেকে জনগণের খাদেম হিসেবে নিবেদন করব। আমরা শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ চাই। প্রশাসনের কর্মকর্তারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান, তাই তাঁদের শাসক নয়—জনগণের সেবক হিসেবেই কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই ধানের শীষের বিজয়ের মূল শক্তি।
তিনি দলের মনোনয়ন বোর্ড ও মহাসচিবসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মমিনুল হক আরও বলেন, ‘আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা সর্বান্তকরণে পালন করব। আমি দলের আদর্শ ও জনগণের বিশ্বাসকে সমুন্নত রাখব।’
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, এম এ নাফের শাহ, পৌর বিএনপি সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন তালুকদার কিরন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, বিএনপি নেতা ও অ্যাডভোকেট ওমর ফারুক টিটু, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম ভুট্টু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন প্রমুখ।
তারা মমিনুল হকের নেতৃত্বে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আশাবাদ প্রকাশ করেন।
উল্লেখ্য, বিকালে আনন্দঘন পরিবেশে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের খাজুরিয়া পেট্রোল পাম্প থেকে দোয়াভাঙ্গা শাহরাস্তি গেট পর্যন্ত বিশাল মোটরসাইকেল ও প্রাইভেট কার শোভাযাত্রার মাধ্যমে ইঞ্জিনিয়ার মমিনুল হককে বরণ করা হয়। শাহরাস্তি দোয়াভাঙ্গা আল-আমিন শপিং কমপ্লেক্সের সামনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। পথসভা শেষে মমিনুল হক হাজীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।